সড়কে বিদ্যুতের খুঁটি, কুয়াশায় চরম ঝুঁকি নিয়ে যান চলাচল
জাহিদ রিপন, ফরিদপুর
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দায় নবনির্মিত সেতুর সংযোগ সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন করা হয়েছে।
সড়কের মাঝে খুঁটি থাকায় ঘন কুয়াশায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সড়কের মাঝ থেকে খুঁটিটি পাশে স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
সরেজমিন দেখা যায়, সদ্য পিচঢালা সংযোগ সড়কের একটি অংশে বিদ্যুতের খুঁটি স্থাপন করা রয়েছে। সড়কের দুই পাশে গাইডওয়াল ও পিলার নির্মাণ করা হলেও খুঁটিটি অপসারণ বা স্থানান্তরের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, মানুষের নিরাপত্তার জন্য ব্রিজ-রাস্তা বানানো হয়েছে; কিন্তু রাস্তায় খুঁটি রেখে দেওয়ায় মরণফাঁদ তৈরি হয়েছে।
ফরহাদ হোসেন অভিযোগ করেন, ঠিকাদার কিভাবে এমন কাজ শেষ করে বিল তুলতে পারে- সেটাই প্রশ্ন।
সড়ক দিয়ে চলাচলকারী ব্যবসায়ী আনোয়ার জানান, দিনে খুঁটিটি দেখা গেলেও রাতে ঘন কুয়াশার সময় এটি মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা কিছুই দেখতে পান না। তাই দ্রুত সড়কের মধ্য থেকে খুঁটিটি সরানোর দাবি জানাই।
মোটরসাইকেলচালক বশির হাসান বলেন, নতুন রাস্তায় স্বাভাবিকভাবেই গতি থাকে। হঠাৎ খুঁটি দেখলে দুর্ঘটনা এড়ানো অসম্ভব। আমরা এখানে খুঁটি আছে জানলেও বহিরাগত মোটরসাইকেল চালকেরা তো বুঝতে পারবে না। তাই দ্রুত খুঁটি সরানো হোক।
এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী এসএম রফিকুল ইসলাম বলেন, সংযোগ সড়কের কাজ চলাকালে পল্লী বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল। কিছু জটিলতার কারণে খুঁটি অপসারণ সম্ভব হয়নি। বিষয়টি স্থায়ী নয়, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
নগরকান্দা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সোহেল রানা জানান, সড়কের মাঝে খুঁটি থাকা ঝুঁকিপূর্ণ। খুঁটি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ও বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত ঠিকাদার নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। স্থানীয়রা দ্রুত খুঁটি অপসারণ করে সড়ককে ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন।
