জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক গ্রেফতার
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে জামালগঞ্জের ভাড়া বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম সায়েম পাঠান (৫০)। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের নূরপুর জামলাবাজ গ্রামের মৃত আব্দুল খালেক পাঠানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সায়েম পাঠান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শ্রমিক লীগের আহবায়ক। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলায় দায়েরকৃত নাশকতার মামলার অজ্ঞাত আসামি।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, সায়েম পাঠান গ্রেফতারের পর বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৯।
