Logo
Logo
×

সারাদেশ

জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক গ্রেফতার ‎

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক গ্রেফতার  ‎

‎সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার রাতে তাকে জামালগঞ্জের ভাড়া বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতের নাম সায়েম পাঠান (৫০)। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের নূরপুর জামলাবাজ গ্রামের মৃত আব্দুল খালেক পাঠানের ছেলে।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত সায়েম পাঠান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শ্রমিক লীগের আহবায়ক। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলায় দায়েরকৃত নাশকতার মামলার অজ্ঞাত আসামি।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, সায়েম পাঠান গ্রেফতারের পর বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৯।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম