অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে: জয়নুল আবদিন ফারুক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যত প্রতিবন্ধকতাই থাকুক অন্তর্বর্তীকালীন এ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা ১৬ বছর কোনো ভোট দিতে পারেনি তাদের ভোটের মাধ্যমেই সরকার গঠন হবে। যে সরকার গণতন্ত্র, সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।
রোববার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী বাচ্চু, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুল প্রমুখ।
