রাজবাড়ীতে যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে এক মাদ্রাসাশিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি রোববার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী ওই শিশুটির মা জানান- আমার মেয়ে নানাবাড়িতে থেকে সেখানকার একটি মাদ্রাসায় লেখাপড়া করত। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পর তার নানার কথা অনুযায়ী সে একটি মৃত মুরগি বাড়ির অদূরে ফেলে দিতে যায়। সেখান থেকে এসে সে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এ সময় সুযোগ বুঝে বাড়ির পাশের স্থানীয় প্রতিবেশী সাদ্দাম (৩০) শিশুটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে এবং তার নিজ গলার মাফলার দিয়ে শিশুটির হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবক সাদ্দাম পালিয়ে যায়।
এরপর পরিবারের রোকজন গোয়ালন্দ থানায় একটি অভিযোগ করেন। আমি আমার মেয়ের ওপর হওয়া এই অমানবিক কাজের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
