সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র দাখিল
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান রোববার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সাগর মিয়া প্রমুখ।
