Logo
Logo
×

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না জেএসএস

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না জেএসএস

ফাইল ছবি

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। দলটির কেন্দ্রীয় কমিটির সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তথ্য, প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক সজীব চাকমা।

দলীয় সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনটি সংসদীয় আসন বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেএসএস নেতাকর্মীদের একটি অংশ আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনকালীন পরিবেশ এবং অতীত অভিজ্ঞতার আলোকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে দ্বিধাদন্দ্বে ছিলেন। এ অবস্থায় জরিপ করে নেতাকর্মী ও সমর্থকদের মতামত নেওয়া হয়। এতে বেশির ভাগ নেতাকর্মী ও সমর্থক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার পক্ষে অবস্থান নেন।

তাদের মৌলিক যুক্তি ছিল বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শেষ পর্যন্ত আদৌ সম্ভব হবে কিনা- তা এখনো অনিশ্চিত। তাছাড়া পার্বত্য অঞ্চলে অতীতের নির্বাচনি অভিজ্ঞতা খুব একটা সন্তোষজনক নয়। সমতলের মতো স্বচ্ছ, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনি পরিবেশ তৈরি পার্বত্য অঞ্চলে চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এ অঞ্চলে প্রশাসনিক পক্ষপাত, নিরাপত্তা ঝুঁকি, ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ এবং ভোটারদের অবাধ অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ও আশঙ্কা এখনো কাটেনি। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে জেএসএস কেন্দ্রীয় নেতারা তাদের কর্মী ও সমর্থকদের মতামতের প্রতি সম্মান জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী না দেওয়ার পক্ষে সিদ্ধান্ত দেন।

 

তবে কোনো দল বা নির্দলীয় প্রার্থী কাউকে তাদের দলীয় সমর্থন দেওয়া হবে কিনা- এমন প্রশ্নে সংগঠনটির তথ্য, প্রচার ও প্রকাশনা বিভাগের সজীব চাকমা জানান, এ বিষয়ে আপাতত দলীয় কোনো সিদ্ধান্ত নেই। সামনে পরিস্থিতির ওপর বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত সমাবেশে বক্তব্যে জেএসএসের কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তার এ ঘোষণার পর ৩০০-পার্বত্য বান্দরবান আসনে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কেএস মং মারমা এবং ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ জানান। তবে ২৯৮-পার্বত্য খাগড়াছড়ি আসনে তাদের কেউ প্রার্থিতার কথা জানাননি। 

এর আগে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে জেএসএসের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করলে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের কাছে অল্প ভোটে হেরে যান ঊষাতন তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের দীপংকরকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন ঊষাতন।

এদিকে রোববার পর্যন্ত ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে মনোনয়নপত্র কিনেছেন ১২ প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র রয়েছেন দুইজন। প্রার্থীরা হলেন- বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিকল্প হিসেবে তার সহধর্মিণী মৈত্রী চাকমা, জামায়াতের অ্যাডভোকেট মোখতার আহাম্মদ, জুঁই চাকমা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রিয় চাকমা, খেলাফত মজলিশের আবু বক্কর ছিদ্দিক, জাতীয় পার্টির অশোক তালুকদার, জাকের পার্টির আবদুল হক মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা এবং স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা ও পহেল চাকমা। প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুঁই চাকমা ও অশোক তালুকদার। বাকিরা শেষ দিন জমা দেবেন বলে জানা যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম