রংপুরে ডেভিল হান্ট ফেস টু অভিযানে আ.লীগের গ্রেফতার ১০
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশব্যাপী ডেভিল হান্ট ফেস টু অভিযানে গত ২৪ ঘন্টায় রংপুরে ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাসহ তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
রংপুর জেলায় গ্রেফতাররা হলেন- গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪১), তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রাকিব (২৭), মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মিয়া (৪০), পীরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাদিলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহুবার রহমান মুকুল (৫০), পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাজু মিয়া (২৮), কাউনিয়া উপজেলা ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজির হোসেন (২৮)।
রংপুর মেট্রোপলিটন পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা হলেন- রংপুর নগরীর হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল (৪১), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুল ইসলাম (৪৫), ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেকেন্দার আলী খান সুবা মেম্বার ও রংপুর মডেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহসান কবির ইমন (২০)। প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, ভাঙচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
