হাদি হত্যার বিচারের দাবি
সিদ্ধিরগঞ্জে-টঙ্গীতে মহাসড়ক অবরোধ
টঙ্গী পূর্ব ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
টঙ্গী কলেজগেট এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছাত্র-জনতা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে একই দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। রোববার সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে এ কর্মসূচি করেন তারা। এ সময় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অবরোধকারীরা প্রায় এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করেছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
