ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অপু মুখার্জীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার সদরের থানা সংলগ্ন মধ্য তাহিরপুর (খলাহাটি) থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপু মুখার্জী মধ্য তাহিরপুর (খলাহাটি) এলাকার অজয় মুখার্জীর ছেলে এবং বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত শামসুরের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক পদেও দায়িত্বশীল ছিলেন।
রোববার দুপুরে অপুকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

-6951b082166b1.jpg)