বিস্ফোরণ মামলায় আ. লীগের দুই নেতা গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
প্রতীকী
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু হক (৫২) এবং আড়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার কালাম মন্ডল (৪৯) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) আড়ানী পৌরবাজার থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ফজলু হক চকসিংগা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে এবং কালাম মন্ডল ঝিনা বিনিময়পাড়া গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ২ নভেম্বর রাতে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান ৭ নভেম্বর ৯২ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন- বিস্ফোরণ মামলার আসামি হিসেবে তারা পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগও রয়েছে।

