Logo
Logo
×

সারাদেশ

পাঁচবিবিতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ এএম

পাঁচবিবিতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আন্তঃনগর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার কামরুজ্জামান জানান, রাজশাহীগামী আন্তঃনগর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনসহ একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। 

সকাল ৯টার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের পর এক নম্বর লাইনটি সচল করা হয় বলে জানান ওই স্টেশনমাস্টার।

ট্রেন জয়পুরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম