ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওসির ঘুষ নেয়ার ভিডিও আদালতে
কুষ্টিয়ায় দৌলতপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে থানার ওসি শাহ দ্বারা খানের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ (দৌলতপুর) এর বিচারক এমএম মোর্শেদের আদালতে সোমবার বিকাল সাড়ে ৪টায় মামলাটি দায়ের করা হয়।
দৌলতপুর উপজেলার মাঝদিয়ার কারীতলা গ্রামের মৃত ছফির উদ্দিন বিশ্বাসের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান বাদী হয়ে এই মামলা করেন। মামলার সঙ্গে ঘুষ লেনদেনের মোবাইল ভিডিও আদালতে দাখিল করা হয়েছে। মামলা নং ৩৭/২০১৮।
ভুক্তভোগীর দেয়া অভিযোগটি আমলে নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারকে আগামী ৮ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিচারক এমএম মোর্শেদ।
মামলার বাদী জিয়াউর রহমান জিয়া তার এজাহারে উল্লেখ করেন, ২০১৭ সালের ২৭ জুন রাত ৮টায় পারিবারিক কলহ নিষ্পত্তির কথা বলে দৌলতপুর থানায় ডেকে পাঠান ওসি শাহ দ্বারা খান। তিনি সমস্যার সমাধান না করে আচমকা থানার এক পুলিশ সদস্যকে হুকুম দিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে হাজতে ঢুকিয়ে দেন তাকে।
এরপর ওসি ৫০ হাজার টাকা দাবি করেন এবং দাবিকৃত টাকা না দিলে হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতের সোপর্দপূর্বক রিমান্ডে এনে ক্রসফায়ারে দেয়া হবে বলে হুমকি দেন। উপায়ান্তর না পেয়ে প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন ডেকে ঘটনার দিন রাত সাড়ে ১১টায় ওসি শাহ দ্বারা খানকে ২০ হাজার এবং পরদিন ২৮ জুন দুপুর ১২টায় বাকি টাকা পরিশোধ করে থানা থেকে ছাড়া পান। এ সময় ওসির সঙ্গে টাকা লেনদেনের পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী রাখা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দ্বারা খানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, গত বছর জুন মাসের ঘটনায় এত দিন পর মামলা করেছে এমন বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। শুনলাম, দেখি আসলে ঘটনা কী? খোঁজখবর নিচ্ছি।
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওসির ঘুষ নেয়ার ভিডিও আদালতে
কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ২১:৫১:১৪ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ায় দৌলতপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে থানার ওসি শাহ দ্বারা খানের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ (দৌলতপুর) এর বিচারক এমএম মোর্শেদের আদালতে সোমবার বিকাল সাড়ে ৪টায় মামলাটি দায়ের করা হয়।
দৌলতপুর উপজেলার মাঝদিয়ার কারীতলা গ্রামের মৃত ছফির উদ্দিন বিশ্বাসের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান বাদী হয়ে এই মামলা করেন। মামলার সঙ্গে ঘুষ লেনদেনের মোবাইল ভিডিও আদালতে দাখিল করা হয়েছে। মামলা নং ৩৭/২০১৮।
ভুক্তভোগীর দেয়া অভিযোগটি আমলে নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারকে আগামী ৮ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিচারক এমএম মোর্শেদ।
মামলার বাদী জিয়াউর রহমান জিয়া তার এজাহারে উল্লেখ করেন, ২০১৭ সালের ২৭ জুন রাত ৮টায় পারিবারিক কলহ নিষ্পত্তির কথা বলে দৌলতপুর থানায় ডেকে পাঠান ওসি শাহ দ্বারা খান। তিনি সমস্যার সমাধান না করে আচমকা থানার এক পুলিশ সদস্যকে হুকুম দিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে হাজতে ঢুকিয়ে দেন তাকে।
এরপর ওসি ৫০ হাজার টাকা দাবি করেন এবং দাবিকৃত টাকা না দিলে হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতের সোপর্দপূর্বক রিমান্ডে এনে ক্রসফায়ারে দেয়া হবে বলে হুমকি দেন। উপায়ান্তর না পেয়ে প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন ডেকে ঘটনার দিন রাত সাড়ে ১১টায় ওসি শাহ দ্বারা খানকে ২০ হাজার এবং পরদিন ২৮ জুন দুপুর ১২টায় বাকি টাকা পরিশোধ করে থানা থেকে ছাড়া পান। এ সময় ওসির সঙ্গে টাকা লেনদেনের পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী রাখা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দ্বারা খানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, গত বছর জুন মাসের ঘটনায় এত দিন পর মামলা করেছে এমন বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। শুনলাম, দেখি আসলে ঘটনা কী? খোঁজখবর নিচ্ছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023