Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০৮:৫২ এএম

ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

হার্ডিঞ্জ ব্রিজ। ছবি: যুগান্তর

রঙের কাজ করার সময় পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপরে বিদ্যুৎস্পর্শ হয়ে শরিফ হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত শ্রমিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর-রূপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডারের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা রঙের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পর্শ হয়ে ৮নং গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শরিফ। 

তাকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

ডা. তানজিনা মোস্তফা ও আবাসিক মেডিকেল ডা. শামিম জানান, বিদ্যুৎস্পর্শে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। হাসপাতালে আনার আগেই শরিফ হোসেন মারা গেছেন। 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডার কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার নির্ধারিত এলাকা। তাদের অবগত করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

 

ঈশ্বরদী নিহত শ্রমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম