ঝিনাইদহে সুন্দরবন এক্সপ্রেসের ২ বগি লাইনচ্যুত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০২:২৬ পিএম
বগি লাইনচ্যুত। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আর এ কারণে খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর রেলস্টেশনের বুকিং অ্যাসিসটেন্ট তুহিন জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশনের সিগনালের কাছে আসামাত্র ইঞ্জিনসহ দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে লাইনের দুই স্থানে এবং সিগনালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, কেন এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুটি বগি লাইন থেকে ছিটকে পড়েছে তাতে কোনা যাত্রী ছিলেন না।
কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
ট্রেনের উদ্ধারকাজ বিষয়ে তিনি বলেন, আলমডাঙ্গা থেকে রুপসা ট্রেনের ইঞ্জিন এনে পেছন থেকে এটি উথুলি স্টেশনে নেয়া হবে ট্রেনটি।
এছাড়া লাইনচ্যুত বগি সরানোসহ লাইন মেরামত করে ট্রেন চলাচল উপযোগী করতে আরও অনেক সময় লাগবে বলে জানান তিনি।
