Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় ট্রেন থেকে পড়ে নিহত ১

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৮:০০ এএম

আখাউড়ায় ট্রেন থেকে পড়ে নিহত ১

ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। 

বুধবার সকালে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের তিতাস সেতুর পূর্ব এলাকায় রেললাইনের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।  তবে তার পরিচয় জানা যায়নি। নিহতে বয়স আনুমাণিক ৪৫ বছর হবে। তার পরনে ছিল লুঙ্গ, শার্ট ও জ্যাকেট।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, সকালে ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।  

তবে ধারণা করা হচ্ছে, এ পথে চলাচলকারী রাতে কোনো এক চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তার মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি দেখে অনুমাণ করা হচ্ছে, ব্যক্তিটি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

ওসি বলেন, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  তবে, নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনে চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

ট্রেন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম