Logo
Logo
×

সারাদেশ

পুকুর খননের বিরুদ্ধে এমপির মাইকিং

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:৩৫ পিএম

পুকুর খননের বিরুদ্ধে এমপির মাইকিং

মাইকিং (প্রতীকী ছবি)

ফসলি জমিতে পুকুর খনন না করতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস তার নিজ নাম ব্যবহার করে মাইকিং করিয়েছেন।

বুধবার বিকাল ৫টায় উপজেলার চাঁচকৈড় বাজার থেকে ওই মাইকিং বের করা হয়েছে।

মাইকিং এ বলা হয়েছে, (গুরুদাসপুর-বড়াইগ্রাম) নাটোর-৪ আসন এলাকায় ফসলি জমিতে কোনো পুকুর খনন করা যাবে না। কেউ খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে-আদেশক্রমে, অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি।

এভাবে মাইকিং করায় এলাকার কৃষক তাকে ধন্যবাদ জানিয়েছেন।
  
তথ্যে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে উপজেলায় প্রায় সহস্রাধিক পুকুর খনন করা হয়েছে। এতে প্রায় ১৫০ হেক্টর কৃষিজমি কমে গেছে। এভাবে পুকুর খনন করা হলে আগামী ৫ বছরের মধ্যে এলাকায় কোনো কৃষিজমি থাকবে না।

যোগাযোগ করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, সবাই মিলে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করা হবে।

নাটোর পুকুর এমপি মাইকিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম