Logo
Logo
×

সারাদেশ

অবশেষে বাঘায় পিকনিকের গাড়ি চাঁদা আদায় বন্ধ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ০৩:৫২ পিএম

অবশেষে বাঘায় পিকনিকের গাড়ি চাঁদা আদায় বন্ধ

বাঘায় পিকনিকের বাস ভাঙচুর

চাঁদা না দেয়ায় বাঘায় পিকনিকের গাড়ি ভাঙচুর ও শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জন আহত শিরোনামে যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশের পর টোল আদায়ের চাঁদা তোলা বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাঘা পৌর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

আয়োজিত সভায় পৌর মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর, পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা চার খানা বাস দিয়ে গোলালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা বুধবার রাত ১২টার দিকে বাঘা পৌর এলাকায় পৌঁছলে পৌরসভার কর্তৃক টোল আদায়কারীরা গাড়ির পথরোধ করে।

এ সময় তাদের কাছে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাঁদা দাবি করে। এ টাকা দিতে না চাইলে গাড়ি ভাঙচুর করে এবং গাড়ি আটকে রাখে। পরে বাঘা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে চাঁদা আদায়কারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান রাজশাহী জেলা জাসদ (ইনু-শিরিন) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি বলেন, টোল আদায় শুধু বন্ধ করলেই হবে না। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে পরবর্তীতে এ ধরনের ঘটনার ঘটানোর সাহস পাবে না।

বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, পৌরসভা থেকে বালুর গাড়ি, ভটভটি, বড় ট্রাক থেকে টোল আদায় করার অনুমতি দেয়া হয়েছিল। টাকা না পেয়ে গাড়ি ভাঙচুর করাটা দুঃখজনক। তবে এ ঘটনার পর আনুষ্ঠানিকভাবে পৌর এলাকায় চাঁদা আদায় বন্ধ করে দেয়া হয়েছে।

আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, আমাদের পিকনিকের গাড়ি টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল। বাঘা পৌরসভার এলাকায় পৌছলে হঠাৎ পথে গাড়ি থেকে যায়। নেমে দেখি ডাইভারের সঙ্গে চাঁদা আদায়কারীর বাগ্বিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে আমার উপস্থিতিতে গাড়ির কাচ লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করা হয়।

গাড়িতে থাকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা তাসফিয়া তাসহিন অবনীর মা শিরিন সুলতানা জানান, আমি অভিভাবক হিসেবে মেয়ের সঙ্গে পিকনিকে যাচ্ছিলাম। এ সময় আকর্ষিকভাবে গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমার চার বছরের ছোট মেয়ে অঙ্কিতাও ছিল। ঘটনা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টোল আদায়ের ইজারাদার বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম বলেন, আমার নামে ডাক হয়েছে ঠিকই, কিন্তু এর সঙ্গে আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী রয়েছে। আনুষ্ঠানিকভাবে টোল আদায় বন্ধ করে দিয়েছেন। আর টোল আদায় করা হবে না।

বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, পিকনিকের গাড়ি চাঁদা দাবি করে ভাঙচুর করে আটকে দিয়েছিল। এ সময় খবর পেয়ে তাদের উদ্ধার করে বিদায় করে দিয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন রেজা বলেন, এলাকায় চাঁদায় আদায় বন্ধের বিষয়ে মাইকিং চলছে। এরপর কেউ চাঁদা তুললে তাৎক্ষণিক আইনি ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা পিকনিকের গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বাঘা পিকনিক চাঁদা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম