Logo
Logo
×

সারাদেশ

গান গেয়ে দর্শক মাতালেন এমপি!

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১১:৫৫ এএম

গান গেয়ে দর্শক মাতালেন এমপি!

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী

গান গেয়ে দর্শক মাতালেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। শনিবার দুপুরে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কাজী কেরামত আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজা খানম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, ক্রীড়া শিক্ষক ছদর আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল হামিদ।

অনুষ্ঠানে বক্তব্যের শেষে উপস্থিত দর্শকদের অনুরোধে এমপি কাজী কেরামত আলী গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।

উল্লেখ্য, কাজী কেরামত আলী এবার পঞ্চমবারের মতো রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত দশম জাতীয় সংসদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আগে সরকারি প্রতিশ্রুতি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।

রাজবাড়ী এমপি গান দর্শক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম