শার্শা উপজেলাকে শতভাগ মাদকমুক্ত ঘোষণা এমপির
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০১:৫২ পিএম
মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে না চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’- এই স্লোগানকে ধারণ করে শার্শা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ মাদকমুক্ত ঘোষণা করলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
মঙ্গলবার সকালে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এক বিশাল মাদকবিরোধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বিজিবি, র্যাব, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার মঈনুল হক, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ইমরান উল্লাহ সরকার, র্যাব-৬ এর জেলা কমান্ডিং অফিসার মো. সুরত আলম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম, শার্শা থানার ওসি এম মশিউর রহমান ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যে কোনো মূল্যে আমার নির্বাচনী এলাকা শার্শা ও বেনাপোলকে মাদকমুক্ত করা হবে। আজ থেকে কেউ মাদক ব্যবসা করলে কোনোভাবেই তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
