Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় ‘ইউনানির সিরাপ’ সেবনে শিশুসহ দুজনের মৃত্যু

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৩ এএম

কুষ্টিয়ায় ‘ইউনানির সিরাপ’ সেবনে শিশুসহ দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ‘ইউনানি হারবালের কাশির সিরাপ’ সেবনে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। 

রোববার রাতে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বহলবাড়িয়া খাড়ারা গ্রামের পলান শেখের ছেলে নূর মোহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ সেবনে নবাব আলী নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। 

এদিকে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মিরপুর থানার ওসি আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, স্থানীয় নবাব আলীর বাড়িতে রোববার রাতে টেলিভিশন দেখতে যায় নূর মোহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরি গোল্ড নামক ইউনানি সিরাপ সেবন করেন। কাশির জন্য সিরাপটি গত দুই মাস আগে তিনি ঘরে এনে রেখেছিলেন।

এ সময় নূর মোহাম্মদ ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ সেবন করেন। 

এর পর রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে এর আগেই পথে তার মৃত্যু হয়।

এদিকে ওই একই ওষুধ সেবনে মধ্যরাতে নূর মোহাম্মদ ও নবাব আলী অসুস্থ হয়ে পড়েন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে নূর মোহাম্মদের মৃত্যু হয়।

নবাব আলীকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গিয়েছিল।  

সোমবার মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওষুধের দোকানদার রাজীবকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ওষুধ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম