Logo
Logo
×

সারাদেশ

স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৯ এএম

স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের শ্রদ্ধা। ছবি: যুগান্তর

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

এ সময় তার সঙ্গে স্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তারা।

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন আইসিসি চেয়ারম্যান। বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

সাভার শ্রদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম