Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ থেকে মহিলা সংসদ সদস্য হচ্ছেন শামিমা শাহরিয়ার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৬ পিএম

সুনামগঞ্জ থেকে মহিলা সংসদ সদস্য হচ্ছেন শামিমা শাহরিয়ার

কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী মোছা. শামিমা আক্তার খানম

সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী মোছা. শামিমা আক্তার খানম।

শুক্রবার রাত সোয়া ১০টায় ৪১ জন মহিলা সংসদ সদস্যের যে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ তার ৯ নম্বর ক্রমিকে রয়েছে শামিমা শাহরিয়ারের নাম।

এই আসন থেকে দলীয় মনোনয়ন পেতে বর্তমান মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সাধারণ সম্পাদক হুসনা হুদা প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা।

শামিমা শাহরিয়ার হিসেবে পরিচিত শামীমা আক্তার খানম আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। শামিমা শাহরিয়ার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

শামিমাকে মহিলা সংসদ সদস্য পদে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।

সুনামগঞ্জ আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম