সিলেটে নতুন ভাবির সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই ননদের
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নতুন ভাবিকে নিয়ে বেড়াতে গিয়ে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় দুই ননদ নিহত হয়েছেন।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার মোহাম্মদপুর গ্রামের সৈয়দ লিয়াকত হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৭), তার চাচাতো বোন সৈয়দ মজলিশ আলীর মেয়ে লিয়া বেগম(১৭)। দুজনই স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিন সুরমা থানার উপপরিদর্শক রিপন দাস জানান, নিহত আয়েশা এবং লিয়া তাদের নতুন ভাবিকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তাদের নিয়ে ফেরা সিএনজি অটোরিকশাটি ওভারটেক করতে গেলে সিলেট-ঢাকা মহাসড়কের বদিকোনা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় যাত্রী আয়েশা, লিয়া ও অটোরিকশার চালকসহ ৪ জনকে সিলেট ওসমানী সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে লিয়া ও আয়শাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ জানায়, বাসের চালককে আটক করা হয়েছে।
