Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে ১০ দিনব্যাপী গঙ্গাস্নান-মেলা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৪ পিএম

রাজবাড়ীতে ১০ দিনব্যাপী গঙ্গাস্নান-মেলা

বালিয়াকান্দি উপজেলার শ্রী শ্রী হরিঠাকুর অঙ্গনে গঙ্গাস্নান

রাজবাড়ীতে পদ্মলোচনা ঠাকুরের ২৮৫ তম তিরোধান তিথিতে ১০ দিন ব্যাপী গঙ্গাস্নান ও মেলা শুরু হয়েছে।

মঙ্গলাবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রী শ্রী হরিঠাকুর অঙ্গনে এ গঙ্গাস্নান ও মেলা শুরু হয়।

সকাল থেকে গঙ্গাস্নানের মধ্য শুরু হওয়া ধর্মীয় এ অনুষ্ঠানে গীতাপাঠ, মহানাম সংকীর্তনের পাশাপাশি নগর কীর্তন অনুষ্ঠিত হবে।

১০ দিন ব্যাপী এ মেলায় বিভিন্ন ধরনের মিষ্টি, নাগরদোলা, শিশুদের খেলনার পাশাপাশি রয়েছে বাঁশ ও বেতের তৈরি গৃহশয্যার বিভিন্ন পণ্য।

পদ্মলোচন ঠাকুরের ২৮৫ তম তিরোধান তিথিতে স্নান ও মেলা কমিটির সেবাইত শ্রী গোপাল ঠাকুর বলেন, মঙ্গলবার ভোর থেকে গঙ্গাস্নান আরম্ভ হয়ে বিকালে শ্রীমদ্ভগবত পাঠের পর মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন শুরু হবে।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দিতে পদ্মলোচন ঠাকুরের ২৮৫ তম তিরোধান তিথিতে ১০ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও গ্রামীন এ মেলার অনুমতি প্রদানের পাশাপাশি সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী ২ মার্চ ১০ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলা শেষ হবার কথা রয়েছে।

রাজবাড়ী গঙ্গাস্নান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম