Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে ২ শ্রমিক নিহত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৩ পিএম

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে ২ শ্রমিক নিহত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্ঘটনাকবলিত ট্রাক্টর

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছে।

শনিবার বিকালে খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার তংতুল্যা কার্বারী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন উপজেলার তংতুল্যা পাড়ার মৌলাঙ মার্মার ছেলে পরিবহন শ্রমিক মেরাচা মার্মা (৩৫) ও উপজেলার মরণছড়ি এলাকার বাসিন্দা প্রভাত চাকমা (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান,‘ট্রাক্টরটি পাহাড়ি রাস্তা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। এ সময় বান্দরকাটা এলাকার সমরো চাকমার ছেলে কৃষ্ণ চাকমা (৩০) ও তংতুল্যা পাড়ার রেদাসি মার্মার ছেলে উচাই মার্মা (৩৬) আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে যায়।

লক্ষ্মীছড়ি থানার ওসি আবদুর জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালি ট্রাক্টর উল্টে এই দুর্ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ি দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম