রাজবাড়ী ঘুরে গেলেন আজিজুল হাকিম দম্পতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩০ পিএম
রাজবাড়ীতে আজিজুল হাকিম-জিনাত হাকিম
|
ফলো করুন |
|
|---|---|
ছোট পর্দার জনপ্রিয় আজিজুল হাকিম-জিনাত হাকিম দম্পতি রাজবাড়ী ঘুরে গেলেন। রোববা সন্ধ্যায় তারা রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন ও দোলন চাঁপা সঙ্গীতাঙ্গনের কার্যালয়ে আসেন।
এ সময় তাদের সম্মানে সংগঠন দুটির কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম এবং তাদের ২ সন্তান (মেয়ে নাযাহা রাইদাহ হাকিম ও ছেলে মুহাইমিন রিদওয়ান হাকিম) এসে পৌঁছালে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে, সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার, দোলন চাঁপা সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদিকা শ্যামা রাণী দে, নাট্যকার ম. নিজামসহ সংগঠন দুটির সদস্যরা তাদেরকে অভ্যর্থনা জানান।
এরপর শুভেচ্ছা বক্তব্য পর্বের শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
