Logo
Logo
×

সারাদেশ

শাহজালাল সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৩ পিএম

শাহজালাল সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ

শাহজালাল সার কারখানা- ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত শাহজালাল সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারের এক সিদ্ধান্তে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কারণে মঙ্গলবার সকাল থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুল হক বলেন, মঙ্গলবার  সকাল থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বিষয়টি আমরা বিসিআইসির প্রধান কার্যালয়ে অবহিত করেছি।
 
উল্লেখ্য,শাহজালাল সার কারখানায় প্রতিদিন ৩ কোটি টাকা মূল্যের ১ হাজার ৭৬০ টন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে।

শাহজালাল সার কারখানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম