Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিক আলমগীরের মৃত্যুতে গৌরীপুরে শোক, বিদ্যালয়ে ছুটি

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৪ পিএম

সাংবাদিক আলমগীরের মৃত্যুতে গৌরীপুরে শোক, বিদ্যালয়ে ছুটি

সাংবাদিক শাহ আলমগীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া

সাংবাদিক শাহ আলমগীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বিদ্যালয়ে একদিন ছুটি ও ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদের হাট অগ্রদূত শাখার সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম।

সাংবাদিক শাহ আলমগীরের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে ময়মনসিংহের গৌরীপুরে। তিনি গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ছিলেন চাঁদের হাট গৌরীপুর অগ্রদূত শাখার সক্রিয় সদস্যও।

মরহুমের স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন চাঁদের হাট অগ্রদূত শাখা পরিচালিত অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, চাঁদের হাট অগ্রদূত শাখার যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন, দফতর সম্পাদক আমিরুল মোমেনীন, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা সাহা, নিখিল মণ্ডল, মাওলানা মো. হেলাল উদ্দিন, সোমা হালদার, শিল্পী বেগম, শাহানা আক্তার প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সাংবাদিক শাহ আলমগীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম