Logo
Logo
×

সারাদেশ

নবীনগরে ওরসে যাওয়া নিয়ে ঝগড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৭:৪৮ এএম

নবীনগরে ওরসে যাওয়া নিয়ে ঝগড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওরসে যাওয়া নিয়ে ঝগড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী হাসেমকে (২৫) আটক করেছে নবীনগর থানার পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নবীনগরে পূর্ব ইউনিয়নের বগডহর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিতা আক্তার (১৯) উপজেলার দোপাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চার মাস আগে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের তারা মিয়ার ছেলের সঙ্গে রিতা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই বিরোধ হতো। 

এর জের ধরে শুক্রবার রাতে ওরসে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে করে হত্যা করে বাড়ির পাশের লাউরের জারের নিচে ফেলে স্বামী পালিয়ে যায়।

নিহতের চাচা শফিকুল ইসলাম বলেন, ওরসে যাওয়া নিয়ে শুক্রবার আমার ভাতিজির সঙ্গে তার ঝগড়া হয়। পরে রাতে হাসেম আমার ভাতিজিকে হত্যা করে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামীকেও আটক করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটে।

হত্যা নবীনগর স্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম