খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৮:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপেক্ষর গুলিতে ইউপিডিএফ (প্রসীত) নেতা বিনাশন চাকমা নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার অক্ষয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিনাশন চাকমার বাড়ি রাঙামাটির নানিয়াচর এলাকায়। তিনি পানছড়ি এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন।
ধারণা করা হচ্ছে, উপজেলা নির্বাচনের আগে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ হামলা হয়েছে।
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন বিনাশন চাকমা। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনার জন্য জেএসএসকে (এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ।
জেএসএসের শীর্ষ নেতাদের নির্দেশনায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা।
তবে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে জেএসএসের কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা।
পানছড়ি থানার ওসি নুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আঞ্চলিক সংগঠনের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে।
