রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে বাড়িতে আগুন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ০৩:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী নগরীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এসময় ওই বাসায় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, সোয়া ৭টার দিকে ওই বাসায় আগুন টের পান প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লেগেছিলো ভবনের দ্বিতীয় তলায়। ভবনটির মালিক ওই এলাকার জাহিদ হোসেন। ভাড়াটিয়া পরিবারটি ওই সময় বাসায় ছিল না।
আগুনের ধরন দেখে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে এর সুত্রপাত বলে মনে হচ্ছে। এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ চলছে বলে জানান তিনি।
