ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৮:৫৩ এএম
ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরে সড়ক অবরোধ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এহসান আবদুল্লাহর গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধজনতা একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার ভোরে ধলাপাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মাহসড়কে জাকারিয়া অ্যাপারেলের সামনে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত একঘণ্টা অবরোধ করে রাখে।
এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানা ওসি মাকছুদুল আলমের আশ্বাসে বিক্ষুব্ধ সমর্থকরা অবরোধ তুলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকেন।
মিতালী গ্রুপের এমডি স্বতন্ত্র প্রার্থী এহসান আবদুল্লাহ থানায় অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, গত শুক্রবার উপজেলার লক্ষ্মীন্দর, সাগরদিঘী ও রসুলপুর ইউনিয়নে তার নির্বচনী অফিস ভাংচুর করে ও ব্যানার পোস্টার ছিড়ে ফেলে দুর্বৃত্তরা। কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে উড়োজাহাজে নির্বাচন না করার হুমকি দেয়।
খবর পেয়ে তিনি শনিবার ভোরে উক্ত এলাকা পরিাদর্শনের জন্য রওনা দেন। যাওয়ার পথে ধলাপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালায় ও তার গাড়ি ভাংচুর করে।
