Logo
Logo
×

সারাদেশ

তাহিরপুরে তীর্থে যাওয়ার পথেই যাত্রী নিহত

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৩৬ এএম

তাহিরপুরে তীর্থে যাওয়ার পথেই যাত্রী নিহত

ছবি: যুগান্তর

তীর্থে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে সাধন সরকার (৫৮) নামে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন। 

সাধন সরকার ধর্মপাশা মধ্যনগর থানার রাঙ্গামাটিয়া গ্রামের জগদীশ সরকারের ছেলে। 
এ দুর্ঘটনায় আরও তিন তীর্থযাত্রী আহত হয়েছেন। 

বুধবার রাতে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আপাতত এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তাহিপুরের বাদাঘাট-ঘাগটিয়া সড়কের সুন্দরপাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মধ্যনগরের রাঙামাটিয়া গ্রামের রতিশ দাস, তার স্ত্রী নমিতা দাস ও শিশুকন্যা নদী দাস। আহতদের পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাহিরপুরের শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম জাদুকাটা নদীতে গড়কাটিঘাটে মঙ্গলবার পণতীর্থে অটোরিকশায় যাচ্ছিলেন যাত্রীরা।

পথে সুন্দরপাহাড়ি এলাকায় পেছন থেকে অপর একটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় তীর্থযাত্রী সাধন সরকার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাহিরপুর নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম