শেরপুরে দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে রৌমারী থেকে মুন্সীগঞ্জগামী শাহজালাল নামক বাসে শুক্রবার মধ্যরাতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার পশ্চিম রাজদিয়া খানবাড়ী এলাকায় মৃত রফিক খানের ছেলে রবিন খাঁন (৩০) ও শহীদুল ইসলাম সেকের ছেলে ফাহিম সেখ (২০)।
শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ও এএসআই ওমর ফারুক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী শাহজালাল এক্সপ্রেস বাসটি শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে পৌঁছামাত্র ওই বাসে অভিযান চালায়।
এ সময় পুলিশ রবিন খাঁন ও ফাহিম সেখকে চ্যালেঞ্জ করে। পরে তাদের হেফাজত থেকে অভিনব কায়দায় লুকানো ১০টি নীল রঙের প্যাকেট মোড়ানো দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
