Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীর ৯ স্কুল-কলেজ পাচ্ছে নতুন ভবন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ পিএম

রাজশাহীর ৯ স্কুল-কলেজ পাচ্ছে নতুন ভবন

এ বছরই রাজশাহী মহানগরীর ৯টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে এসব স্কুল ও কলেজের পুরাতন ভবনগুলোর সংস্কার করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসব কাজ এ বছরই শুরু হবে। মন্ত্রণালয় এ পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষানগরীর এই স্কুল-কলেজগুলোর উন্নয়নের জন্য আমি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার সেগুলো মন্ত্রণালয়ের উন্নয়ন তালিকায় স্থান পেয়েছে।

এই তালিকার ৬টি স্কুল হলো- রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, শিরইল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি হাই মাদ্রাসা। তালিকায় কলেজ রয়েছে তিনটি। সেগুলো হলো- রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজ।

এমপি ফজলে হোসেন বাদশা বলেন, দীর্ঘদিন ধরেই নগরীর এসব সরকারি স্কুল ও কলেজের নতুন ভবন দরকার। এবার তা নিশ্চিত হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। কাজ শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন বাদশা।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম