বাগেরহাটে শিশু হত্যার অভিযোগে এসএসসি ফলপ্রার্থী আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০১৯, ১০:০৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামে ফারিয়া আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ মিনহাজুল ইসলাম শোয়েব (১৮) নামে এসএসসি ফলপ্রার্থী এক কিশোরকে আটক করেছে।
রোববার রাতে পাতিলাখালী ওই শিশুর বাড়ির সামনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারিয়া পাতিলাখালী বড়ুবিবি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। ঘাতক মিনহাজুল শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
নিহতের বাবা ওমর আলী শেখ জানান, তার মেয়েকে রোববার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘাতক মিনহাজুল তাকে আম খাওয়ানোর কথা বলে পাতিলাখালীর একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর একটি ডোবার গর্তে তার লাশ পুঁতে রাখে।
তিনি বলেন, সন্ধ্যা হয়ে এলেও ফারিয়া বাসায় না ফেরায় তাকে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর একটি ডোবা থেকে রাত ৮টার সময় তার লাশ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের পরিবারের নিকটাত্মীয় মিনহাজুলকে সন্দেহ করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশের কাছে সে ফারিয়াকে স্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।
মিনহাজুল পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজান জানান, ফারিয়া নামে এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর মিনহাজুল ইসলামকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
