কিশোরগঞ্জে নার্স হত্যায় বাসের কাউন্টার মাস্টারের জবানবন্দি
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০১৯, ০৩:০৪ পিএম
কিশোরগঞ্জে নার্স হত্যায় গ্রেফতার আসামিরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্তবাসে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এবার স্বর্ণলতা পরিবহনের কাউন্টার মাস্টার মো. রফিকুল ইসলাম।
বুধবার বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল্-মামুনের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিক।
রফিক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাবর ইউনিয়নের লোহাদী গ্রামের নজর আলীর ছেলে।
কোর্ট ইন্সপেক্টর তসফিকুল ইসলাম তৌফিক ও বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলন্তবাসে ওই ঘটনায় গ্রেফতার স্বর্ণলতা পরিবহনের চালক নূরুজ্জামান ও হেলপার লালন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লেখ্য, স্বর্ণলতা পরিবহনের চলন্তবাসে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়।
গত ৬ মে রাত ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুরের গজারিয়া বিলপাড়া জামতলী এলাকায় স্বর্ণলতা পরিবহনের একটি চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাস থেকে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তানিয়ার বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় বাসচালক নূরুজ্জামান ওরফে নূর মিয়া (৩৮) ও হেলপার লালন মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই বাসের পিরিজপুর ও কটিয়াদীর দুই লাইনম্যানসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। পরে পাঁচজনকে ৮ দিনের রিমান্ডে পাঠায় আদালত। সন্দেহভাজনদের মধ্যে কাউন্টার মাস্টার রফিকুল ইসলামও রয়েছে।
