রেললাইনে মোবাইলে কথা বলাই কাল হলো মাইক্রোবাস চালকের
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০৪:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-সিলেট রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনের পাশে মাইক্রোবাসচালক হাসান আলী (৩০) রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মো. হাসান আলী মাগুরা জেলার বেড়া আজনী গ্রামের মো. চাঁদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজাপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের উন্নয়ন ও মাটি সরবরাহের কাজ করছে ম্যাক্স কোম্পানি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ম্যাক্স কোম্পানির মাইক্রোবাসচালক হাসান আলী স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এক পর্যায়ে কুমিল্লা রেলস্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ওই মাইক্রোবাস চালককে ধাক্কা দিয়ে কিছু দূরে নিয়ে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেজবাহ আলম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
