Logo
Logo
×

সারাদেশ

শরীরে আগুন লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৬ পিএম

শরীরে আগুন লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় এক জার্মান প্রবাসীর স্ত্রী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিতা আক্তার (২৭) উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী।

স্থানীয়রা জানান, মিতা পরকীয়ায় জড়িত সন্দেহে প্রবাসী স্বামী আবু সাঈদের সাথে একাধিকবার ফোনে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জেরে স্বামীর সাথে অভিমান করে সোমবার রাতে ঘরের দরজা বন্ধ করে মিতা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে আগুন নেভায়। এরপর তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মিতার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতা আক্তারের সামিরা আক্তার (১৩) ও সায়মা আক্তার (১০) নামে দুটি কন্যা সন্তান রয়েছে বলে শাশুড়ি মমতাজ বেগম জানান।

সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, প্রবাসীর স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম