Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরায় ভাইপোকে কুপিয়ে হত্যা করলো ৩ চাচা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৯:৪৭ পিএম

সাতক্ষীরায় ভাইপোকে কুপিয়ে হত্যা করলো ৩ চাচা!

সাতক্ষীরার কলারোয়ায় তিন চাচা ও এক চাচতো ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

ঘটনাটি নিশ্চিত করে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, নিহতের নাম আলফাজ হোসেন গাজী (৩০)। ‌তি‌নি সোনাবা‌ড়িয়া গ্রামের বা‌সিন্দা ও পেশায় একজন ট্রলিচালক।

নিহতের বড়ভাই আলতাফ হোসেন গাজী বলেন, গত ছয় বছর ধরে চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আমাদের। এরই জেরে মঙ্গলবার রাতে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে আপন চাচা সলেমান গাজী, চাচতো চাচা ইসমাইল, গণি ও চাচতো ভাই নাজমুল সংঘবদ্ধভাবে আলফাজকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। গুরুতর আহত আলফাজকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন।

 

কলারোয়া ভাইপো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম