Logo
Logo
×

সারাদেশ

এমপি বাদশার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১১:০০ এএম

এমপি বাদশার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড। প্রতীকী ছবি

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাইবার দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

ফজলে হোসেন বাদশা জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে ব্যর্থ হন। এরপর অ্যাকাউন্ট উদ্ধারের তৎপরতা চালিয়ে দেখা যায়, সাইবার দুর্বৃত্তরা সব তথ্য বদলে ফেলেছে।

বিষয়টি সঙ্গে সঙ্গেই ফেসবুক কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় বলে জানিয়েছেন ফজলে হোসেন বাদশা।

তিনি জানান, ওই অ্যাকাউন্ট থেকেই তার অফিসিয়াল পেজও পরিচালিত হয়ে আসছে। সে কারণে অ্যাকাউন্ট ফেরত না পাওয়া পর্যন্ত কোনো সাইবার দুর্বৃত্ত ওই অ্যাকাউন্ট কিংবা পেজ থেকে দূরভিসন্ধিমূলক কোনোকিছু শেয়ার করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম