Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীবাড়ীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০৪:১৩ পিএম

টঙ্গীবাড়ীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ২টায় উপজেলার টঙ্গীবাড়ী-কালিবাড়ি সংযোগ সড়কের ধীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম উপজেলার রাউৎভোগ গ্রামের জালাল শেখের স্ত্রী।

নিহতের আত্মীয় নাহিদ রেজা জানান, দুপুরে অটোরিকশাযোগে রাউৎভোগ থেকে টঙ্গীবাড়ী যাচ্ছিলেন রেনু বেগম। পথে তার গায়ে থাকা ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করলে পথচারীরা অটোরিকশাটি থামায়।

তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। থানায় কেউ আসেনি।

মুন্সিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম