ভোলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক অবিনাশ
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০২:৫৮ পিএম
ভোলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক অবিনাশ অবিনাশ নন্দী
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি হয়েছেন মুসলিম জুয়েলার্সের মালিক জাহাঙ্গীর আলম। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হীরা জুয়েলার্সের মালিক অবিনাশ নন্দী।
দীর্ঘ ৩২ বছর পর এবারই ব্যবসায়িক সংগঠন জেলা জুয়েলার্স মালিক সমিতির শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর সব সদস্যের সিদ্ধান্ত মোতাবেক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মুসলিম জুয়েলার্সের মালিক জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি করা হয়।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিক্রম শিল্পালয় আন্ড জুয়েলার্সের মালিক বিক্রম রায় কর্মকারকে ১ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হীরা জুয়েলার্সের মালিক অবিনাশ নন্দী।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম।
এতে সমিতির ৮৯ জন সদস্যের মধ্যে ৮৭ জন সদস্য ভোট প্রদান করেন। ৮৭ ভোটের মধ্যে ৪৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন অবিনাশ নন্দী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিক্রম রায় কর্মকার পেয়েছেন ৪৩ ভোট।
কমিটির আগামী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
