Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০২:৩২ এএম

সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

ছবি: যুগান্তর

পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। 

শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

ওসমান উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- তারাব আলী (৬০) ও এরশাদ আলী (৩৫)।

শনিবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে চেয়ারম্যান আবদুল মজিদ গ্রুপ এবং তারাব আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। 

এ সময় উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওসমানকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন থেকে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সিরাজগঞ্জ নিহত সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম