Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহে টাকা নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ১২:০৩ পিএম

ঝিনাইদহে টাকা নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

দুই গ্রুপের সংঘর্ষ। প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংশ্লিষ্টরা জানান, গত ১৩ আগস্ট শাহবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের ওপর হামলা করে প্রতিপক্ষ সোহরাব আলীর সমর্থকরা। এ ঘটনার পর গ্রামটিতে বিরোধ চলে আসছিল। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে সোহরাব আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের মধ্যে একপর্যায়ে হাতাহাতি হয়।

এ নিয়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন ও রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, এ ঘটনার পর গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ঝিনাইদহ সংঘর্ষ আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম