Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৪:২৬ পিএম

মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙ্গে দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নিজ হাতে নামফলক ভেঙ্গে দেয়।

পরে নেতাকর্মীরা অডিটোরিয়ামের নতুন নাম দেয় ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’।

নামফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি- এরকম বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নামফলক ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দেয়।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নামফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা প্রদক্ষেপ নেব।

মৌলভীবাজার সরকারি কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম