উখিয়ায় মুরগি চুরির ঘটনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

 উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
৩১ আগস্ট ২০১৯, ০৫:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ
মুরগি
মুরগি। প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় মুরগি চুরির অজুহাতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবুল কাছিমের (৩৫) বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বক্তাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, মুরগি চুরির হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী সাজু আক্তার (২২) কে খুন করে ওই এলাকার মৃত ফরিদ আলমের ছেলে আবুল কাছিম।

নিহত সাজু আকতারের মেয়ে জোসনা আক্তার (১০) জানায়,  বাবা লাঠি নিয়ে মারতে থাকলে মা নিজেকে রক্ষার জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করলে মা অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তবে অপর এক সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ার কারণেই মুরগি চুরির অজুহাতে নিজের স্ত্রীকে খুন করেন আবুল কাসেম। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। 

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিয়ষটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন