লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ এএম
লক্ষ্মীপুরে গ্রেফতার শ্রমিক লীগ নেতা জহির সর্দার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় র্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জহির সর্দার নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে রায়পুর পৌরসভার পীর ফয়েজ উল্যা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জহিরের কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জহির রায়পুর পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার আবদুর করিম বেপারির ছেলে।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, জহির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
