Logo
Logo
×

সারাদেশ

রাবিতে জুয়ার আসর বসা ক্লাব সিলগালা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৭ পিএম

রাবিতে জুয়ার আসর বসা ক্লাব সিলগালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

জুয়া ও মাদকের আসর বসার অভিযোগে আদালতের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী ক্লাব সিলগালা করা হয়েছে।

সোমবার আদালতের নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমানের নেতৃত্বে সিলাগালা করা হয়।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে জুয়ার আসর থেকে ছয় বহিরাগতসহ ২৮-৩০ জনকে আটক করে পুলিশ। পরের দিন সকালে ছয় কর্মচারীকে মুচলেকা নিয়ে প্রক্টরের জিম্মায় ছেড়ে দেয়া হয় এবং বহিরাগত ছয়জনকে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

পরে আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে মৌখিক বক্তব্য পেশ করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সিআই (কোর্ট ইন্সপেক্টর) আসামিদের জামিনে বিরোধিতা করেন। দুইপক্ষের বক্তব্য শুনে রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক নূর আলম মোহাম্মদ নিপু আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে রাবির চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবঘরটি বিনোদনের মাধ্যম হলেও তা বর্তমানে জুয়ার আসরে পরিণত হয়েছে বলে উল্লেখ করে ক্লাবটি সিলগালা করার নির্দেশ দেন।

রাবি প্রক্টর ড. লুৎফর রহমান যুগান্তরকে বলেন, আদালতের নির্দেশে কর্মচারী ক্লাবটি সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম