অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেল নৌকা
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০:৩৩ | অনলাইন সংস্করণ
অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে সব ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সাতদিন আগেও এখানে নৌকাডুবির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটি হয় প্রতিদিনের মতো বুধবার দুপুর ১২টায়। স্কুল ছুটির পর নদীর পূর্বপাড় বন্দরের দাসেরগা, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়ি যেতে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাটে আসে।
ঘাটে ট্রলার না থাকায় প্রায় ৫০ জন ছাত্রী মাঝি আনোয়ার মিয়ার ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হয়।
নিমজ্জিত নৌকাটির ধারণ ক্ষমতা ১০-১২ জনের মতো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেল নৌকা
অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে সব ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সাতদিন আগেও এখানে নৌকাডুবির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটি হয় প্রতিদিনের মতো বুধবার দুপুর ১২টায়। স্কুল ছুটির পর নদীর পূর্বপাড় বন্দরের দাসেরগা, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়ি যেতে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাটে আসে।
ঘাটে ট্রলার না থাকায় প্রায় ৫০ জন ছাত্রী মাঝি আনোয়ার মিয়ার ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হয়।
নিমজ্জিত নৌকাটির ধারণ ক্ষমতা ১০-১২ জনের মতো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছে।